পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন-এর খুলনার কয়রা উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এ কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি বাপ্পী সরদার এবং সাধারণ সম্পাদক মহসিন সিকদার পাভেল।
পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন-এর খুলনার কয়রা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো.ওবায়দুল কবির সম্রাটকে সভাপতি ও দ্য কান্ট্রি টুডের প্রতিনিধি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক নতুন এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও একজন সিনিয়র সহ-সভাপতি, ২ জন সহ-সভাপতি, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন করে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, সহ-প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, সমাজক কল্যাণ সম্পাদক ও ৫ জন কার্যনির্বাহী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদ বৃদ্ধিতে সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে এই পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ সদা তৎপর ছিলেন, আছেন এবং ভবিষ্যতে অধিক তৎপরতা নিয়ে মাঠে থাকবেন বলে কয়রা উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।