শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে প্লেস’র পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার পঠিত

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্লেস’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ফারাবি জাবিন সায়েরি ও শোয়াইবুল ইসলাম তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্লেসের সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উপদেষ্টা ও শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের সহ-সভাপতি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান। এছাড়া প্লেস’র বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখে।

আলোচনা সভার পরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে মানপত্র ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সব শেষে আসন্ন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতাসহ সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102