শেরপুরের নকলায় নতুন উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) হিসেবে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী কাজে যোগদান করেছেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর বদলী জনিত বিদায়ে নতুন কৃষি কর্মকর্তা হিসেবে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী তাঁর স্থলাভিষিক্ত হলেন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এক বরণ অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- সদ্যবিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, এইও কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মশিউর রহমান, আশরাফুল আলম, সারোয়ার জাহান শাওন, আতিকুর রহমান, এস.এম মনির হাসান, অলি উল্লাহ ও রেজাউল করিম, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজমুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাসুদ রানা ও স্প্রে মেকানিক মোহাম্মদ আলী প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, তিনি ৩৪তম বিসিএস-এ কৃষি বিভাগে ক্যাডারভুক্ত হয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) হিসেবে তাঁর প্রথম চাকুরি জীবন শুরু করেন। এরপরে প্রথম পদোন্নতি পেয়ে মুক্তাগাছায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চলতি মাসের ১০ তারিখে জারি করা এক অফিস আদেশ মোতাবেক তিনি দ্বিতীয় পদোন্নতি পান। এই আদেশের প্রেক্ষিতে ২৫ এপ্রিল, মঙ্গলবার তিনি শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন।
এর আগে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন।