শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের পরের দিন সকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ২০০৫ এসএসসি ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, বিভিন্ন খেলায়, র্যাফেল ড্রয়ের পুরষ্কার ও লটারীতে। তারা সবাই যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের কৈশোর কাল।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক এসব শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।
বিদ্যালয়ের ২০০৫ এসএসসি ব্যাচের পুনর্মিলনী উদযান পরিষদের আহবায়ক সুয়েব শাহরিয়ার বলেন, দীর্ঘ দিন পর নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের আমাদের সকল বন্ধু বান্ধবরা বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের দ্বিতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করি। আমাদের এসএসসি ব্যাচের সদস্যদের অনেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।
এই ব্যাচের সাবেক শিক্ষার্থী পৌর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ লালনসহ অনেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। আজকের এইদিনটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে।

জাঁকজমকপূর্ণ এ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি চারন করার সুযোগ ঘটে এই ঈদ পুনর্মিলনীতে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে তারা মনে করছেন।
খেলা, ড্র ও দুপুরের খাবারের পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে এবং র্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। সবশেষে এই দিনটিকে স্মৃতিময় করে রাখতে সকল বন্ধু-বান্ধব মিলে একফ্রেমে ক্যামেরা বন্ধি হন।