বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঈদকে সামনে রেখে সক্রিয় ছিনতাইকারী, নকলায় চেতনানাশক ঔষুধ খাইয়ে অটোরিক্সা ছিনতাই!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

শেরপুরের নকলায় চেতনানাশক ঔষুধ খাইয়ে অটোরিক্সা ছিনতাই করার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর খপ্পরে পড়া অটোরিক্সা চালক মোতালেব হোসেন (৪৫) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিক্সা চালক মোতালেব উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়ি তেঘড়ি এলাকার সামাদ মিয়া ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মোতালেবের আয়ের একমাত্র মাধ্যম ছিলো ছিনতাই হওয়া ওই অটোরিক্সা। অটোরিক্সাটি হারিয়ে পরিবারের সকলের মাথায় যেন ভাঁজ পড়েছে। তাদের মাঝে নেমে এসেছে চরম হতাশা।

পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়া মারার উদ্দেশ্যে তার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বেড়হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলেও সে বাড়ি ফিরে আসেনা। সন্ধ্যার পরপরই জনৈক এক লোকের ফেইসবুকে পোস্ট করা পাঠাকাটা এলাকার নির্জন এক রাস্তার পাশে পড়ে থাকা মোতালেবের ছবি দেখে পরিবারের লোকজন তাকে চিহৃত করেন। পরে অজ্ঞান অবস্থায় মোতালেবকে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং রাত সাড়ে ৮টার সময় নকলা হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, অটোরিক্সা চালক মোতালেব হোসেন আপাতত শঙ্কামুক্ত থাকলেও, তার সম্পূর্ণ সুস্থ্য হতে বেশ সময় লাগতে পারে। তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তারা জানান। তবে তাকে কি ধরনের চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে তা সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে অনেকে মনে করছেন। তাই অপরিচিত কারো দেওয়া কিছু খাওয়া বা সম্পর্শ করা থেকে বিরত থাকতে প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102