শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

সারাদেশ ব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি চলছে। ১২ অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে ১৮ দিন ব্যাপি। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং পরবর্তী ৮দিন টিকা প্রদান করা হবে ইপিআই সেন্টারে।

এর অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলার ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের নির্ধারিত দিনে পর্যায়ক্রমে টিকা প্রদান কাজ চলছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের টিকাদান কেন্দ্রে সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদে ডাক্তারদের স্বেচ্ছায় অংশ গ্রহন সবার নজর কেড়ে চলছে। সরকারের এই কাজে তারা প্রশংসনীয় ভূমিকা পালন করছে তারা।

উপজেলার চরকৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদে ডাক্তার (শিক্ষার্থীরা) তাদের নির্ধারিত পোশাক পড়ে অন্যান্য শিক্ষার্থীদের শ্রেণি ভিত্তিক লাইনে দাঁড় করিয়ে, একে একে একজন করে টিকা গ্রহনের জন্য টিকাদান ক্যাম্পে পাঠাচ্ছে। যে টিকা নিচ্ছে তার পাশে দুই জন করে ক্ষুদে ডাক্তার বসে বা দাঁড়িয়ে সাহস দিচ্ছে, কেউ কেউ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তাদের এমন কাজ দেখে ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব প্রাপ্তরাসহ স্থানীয় সবাই খুশি। সরকারের এই মহতী কাজকে সফলতার সহিত সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকের পাশাপাশি ক্ষুদে ডাক্তাররা স্বতস্ফূর্ত অংশ গ্রহন করে প্রশংসায় ভাসছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি প্রথম ১০দিন উপজেলার ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, উপজেলায় ৯ মাস বয়সী শিশু থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ৬১ হাজার ৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে সরকারি ভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্বনির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম ১০ দিন ব্যাপি এই টিকা প্রদান কাজ চলছে। পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নের পুরাতন ওয়ার্ড ভিত্তিক প্রতি ওয়ার্ডে ৮টি করে টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। এতে প্রতি ইউনিয়নে ২৪টি করে মোট ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)-এ বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102