বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান ও মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে সম্পদ ও জীবনের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জি.এম নাহিদ হোসেন প্রমুখ।

সভার পরে শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৫ নিহতের পরিবারের সদস্যের হাতে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা মূল্যের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মধ্যে বেশ কয়েকটি হেলমেট বিতরণ করা হয়।

এসময় পরিবহন মালিক, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102