বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

নিজের টাকায় কেনা ব্যক্তিগত সিম অন্যের কাছে পুনঃবিক্রি কেন?

মো. মোশারফ হোসাইন, শিক্ষক ও সাংবাদিক,নকলা, শেরপুর
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

নিজের টাকায় কেনা ব্যক্তিগত সিম অন্যের কাছে পুনঃবিক্রি কেন?

দেশে বিভিন্ন টেলিকম কোম্পানির প্রায় ১৯ কোটি মোবাইল সিম সক্রিয় আছে। এসব সিম প্রায় ৭ কোটি লোক ব্যবহার করছেন। সিমগুলো ক্রয়ের সময় গ্রাহককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছবি, ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিজ নামে বৈধভাবে এবং বাজার মূল্যে গ্রহন করতে হয়েছে। নিজের টাকায় কেনা সিম গুলো একজন নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও পরিচয়ের অংশ। কিন্তু যেকোন কারণে সাময়িকভাবে সিমটি ব্যবহার করতে না পারলে, সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি গ্রাহকের এই নিজস্ব সম্পদটি তার সম্মতি ছাড়াই সেই সিমের মালিকানা পরিবর্তন করে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে! যা সম্পূর্ণ অন্যায্য ও নাগরিক অধিকারের উপর হস্তক্ষ্যাপ। একজন নাগরিকের পরিচয় ও সম্পদের মালিকানা তার মৌলিক অধিকার। নিজের কষ্টার্জিত টাকায় ক্রয়কৃত সিমটি গ্রাহকের ব্যক্তিগত সম্পত্তি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক নিবন্ধিত কারও নিজস্ব সিমটি সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি কর্তৃক হস্তান্তর করা সংবিধান ও ভোক্তা অধিকার আইনেরও পরিপন্থী।

জনস্বার্থে টেলিকম কোম্পানি গুলোর নিকট জোর দাবি জানাচ্ছি, কোনো অবস্থাতেই গ্রাহকের সম্মতি ছাড়া তার নামে নিবন্ধিত সিম কার্ডের মালিকানা পরিবর্তন, পুনঃবিতরণ বা বিক্রয় বন্ধ করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময়সীমা রেখে “সিম সংরক্ষণ নীতি” চালু করা যেতে পারে, যাতে কেউ প্রবাসে থাকায় বা অন্য কোন কারণে সাময়িকভাবে ব্যবহার করতে না পারলেও তার সিমটি বাতিল বা পুনরায় বিক্রি করা না হয়। এক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিটিআরসির নিকট অনুরোধ, নাগরিকের নিজস্ব এই সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

-মো. মোশারফ হোসাইন
শিক্ষক ও সাংবাদিক
নকলা, শেরপুর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102