বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

নালিতাবাড়ীতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে “আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন” এর উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাজনক জায়গায় এসব গাছ রোপন করা হয়।

“বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির উপদেষ্টা হাজী ফরহাদ হোসেন এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ফল, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময সংগঠনটির কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, কার্যকরী সদস্য আকাশ ও আশিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ জানান, সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পরথেকে সুবিধাজনক স্থানে ও চাহিদা মোতাবেক জায়গায় প্রয়োজনীয় বৃক্ষরোপনসহ সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সবার পরামর্শ ও সার্বিক সহযোগিতা পেলে প্রয়োজন ও চাহিদা মোতাবেক প্রতিবছর বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা সম্ভব হবে বলে সংগঠনের সদস্যরস আশাব্যক্ত করেন। তারা জানান, এবছর আমাদের রোপন করা চারাগুলো আগামী কয়েক বছরের মধ্যেই পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনের পাশাপাশি এলাকা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102