শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক অবস্থা পর্যালোচনা পরিদর্শনের অংশ হিসেবে রবিবার সকালে দিকে আকস্মিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবাদান, টিকাদান কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবাদান পরিশের গুণগত মান পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ তথা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাসহ প্রভৃতি রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত সেবাদান কেন্দ্রসহ অন্যান্য সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন। বিশেষ করে হাসপাতালে আগত রোগী ও রোগীর লোকজনের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সেবামূলক তথ্য প্রচারের জন্য বিভিন্ন স্থানে লাগানো সাইনবোর্ড, পোস্টার, সাউন্ড সিস্টেম এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে লাগানো সিসি ক্যামেরা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এঁর অফিস কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। সভায় সকলকে আন্তরিকতার সহিত সেবাদান কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সেবার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
এর আগে, শেরপুরের নবাগত সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন প্রথমবারের মতো নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, গাইনী কনসালটেন্ট ডা. উম্মে রাকিবা জাহান, শিশু কনসালটেন্ট অশেষ কুমার রায় ও ডা. ইফতেখারুল আলম তানবীর, সহকারী সার্জন ডা. ইয়ামুন নাহার, প্রধান সহকারী আবু তারেক মো. মোতাছিম বিল্লাহ, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নকলা উপজেলা শাখার সভাপতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাউসার বিদ্যুৎ ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মজিবুর রহমানসহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।