বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঈদুল ফিতর নামাজের জন্য নকলার শতাধিক ঈদগাহ ময়দান প্রস্তুত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ঈদুল ফিতর নামাজের জন্য ১০১টি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঈদগাহ মাঠকে  সাজানো হয়েছে দৃষ্টি নন্দন সাজে। ইসলামী ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে ঈদগাহ ময়দানের এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা ইসলামী ফাউন্ডেশন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০১টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে রবিবার (৩০ মার্চ) সৌদিআরবের সাথে দিনের মিল রেখে নকলা পৌরসভাধীন চরকৈয়া গ্রামে সকাল সাড়ে ৮টার সময় পবিত্র ঈদুল ফিতর নামাজের ১টি আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপরাভাইজার মো. নজরুল ইসলাম জানান, নকলা উপজেলায় রবিবারে ১টি আগাম জামাত ও সোমবারে ১০১টি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ২০১৮ সালে সংগৃহীত তথ্য মোতাবেক উপজেলায় ১০১টি ঈদগাহ ময়দানের মধ্যে পৌরসভায় ১৪টি, ১নং গনপদ্দী ইউনিয়নে ১০টি, নকলা ইউনিয়নে ৯টি, উরফা ইউনিয়নে ১৫টি, গৌড়দ্বার ইউনিয়নে ১১টি, বানেশ্বরদী ইউনিয়নে ৫টি, পাঠাকাটা ইউনিয়নে ৮টি, টালকী ইউনিয়নে ১৩টি, চরঅষ্টধর ইউনিয়নে ৮টি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ৮টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর নামাজের জামাত সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে। এসব ঈদগাহ মাঠের মধ্যে গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া ঈদগাহ মাঠ উপজেলার মধ্যে সর্ববৃহৎ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র নকলাবাসীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নকলার মানুষ খুবই শান্তপ্রিয়। এখানকার যেকোন উৎসবে সবার ভ্রাতৃত্বপূর্ণ অংশ গ্রহন মুগ্ধ করার মতো। যেকোন ধর্মের যেকোন বৃহৎ উৎসবে আজ পর্যন্ত এখানে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির নজির নেই। তবুও বিভিন্ন পেশাশ্রেণী জনগনের অংশ গ্রহনে প্রস্তুতি সভা করাসহ উপজেলার প্রতিটি ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102