শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে এক যুবক। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং সরকারি শহীদ নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী ছিলো। ঘটনার পরেই স্থানীয়রা হত্যাকারীকে আটক করে নালিতাবাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করেন। সবুজ মিয়া উপজেলার আন্ধারুপাড়া এলাকার ভূট্টো মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সবুজ মিয়া ফেসবুকের একটি পেইজে কিছু লেখা পোস্ট করে। ওই পোস্টে নাঈম হোসেন ‘হা হা রিয়্যাক্ট’ দেয়। এতে অজ্ঞাত কারনে সবুজ মিয়া নাঈমের ক্ষোব্ধ হয়। হা হা রিয়্যাক্ট দেওয়ার জেরে শনিবার ১১টার দিকে সবুজ মিয়া কথা বলার অজুহাতে নাঈমকে কৌশলে নয়াবিল বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন সবুজ মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।