বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় প্রান গেলো শিক্ষার্থীর! আটক ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে এক যুবক। শনিবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং সরকারি শহীদ নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী ছিলো। ঘটনার পরেই স্থানীয়রা হত্যাকারীকে আটক করে নালিতাবাড়ী থানার পুলিশের কাছে সোপর্দ করেন। সবুজ মিয়া উপজেলার আন্ধারুপাড়া এলাকার ভূট্টো মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সবুজ মিয়া ফেসবুকের একটি পেইজে কিছু লেখা পোস্ট করে। ওই পোস্টে নাঈম হোসেন ‘হা হা রিয়্যাক্ট’ দেয়। এতে অজ্ঞাত কারনে সবুজ মিয়া নাঈমের ক্ষোব্ধ হয়। হা হা রিয়্যাক্ট দেওয়ার জেরে শনিবার ১১টার দিকে সবুজ মিয়া কথা বলার অজুহাতে নাঈমকে কৌশলে নয়াবিল বাজারে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন সবুজ মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মারা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102