শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সমাজসেবক দেলোয়ার হোসাইন সাইয়্যেদী-কে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ।
রবিবার (২৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার-এঁর স্বাক্ষরিত INS০২-১/০০২৯১/২০১৯/৫১০৬/৬০৮৬ স্মারকমূলে এক অফিস নোটিশ মোতাবেক এই তথ্য জানা গেছে।
কলেজটির অধ্যক্ষ বরাবর প্রেরিত গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন বিষয়ক নোটিশে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে নিম্নোক্ত ব্যক্তিদ্বয়কে মনোনয়ন দেয়া হলো: মোহাম্মদ ফাহিম চৌধুরী সভাপতি ও দেলোয়ার হোসাইন সাইয়্যেদী বিদ্যোৎসাহী সদস্য’।
ওই নোটিশে আরো বলা হয়, ‘গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০২ (দুই) বছর, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর মহোদয় এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন’।
কমিটির অন্যান্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য বেগম ফরিদা চৌধুরী, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, হিতৈষী মোবাশ্বের আলী টুটন চৌধুরী, অভিভাবক প্রতিনিধি সদস্য নজরুল ইসলাম, মুক্তার হোসেন ও আশরাফ আলী এবং শিক্ষক প্রতিনিধি সৈয়দ সলিমুল হক, নূরিয়া পারভীন, এ.এস.এম নাজমুল হুদা।
এই খবর ছড়িয়ে পড়লে নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য দেলোয়ার হোসাইন সাইয়্যেদী-কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায়।