শেরপুরের নকলায় অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক পরিবারের মাঝে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে নকলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ৪০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ, আলু ও নানান ধরনের পিঠা এবং ২ বছর থেকে ৬ বছর বছর বয়সী ২২ জন শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।
মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক হাফেজ সাইম ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন।
এসময় সম্পাদক সংগঠনটির সহ-সভাপতি রনি ফরাজি, সাধারণ সম্পাদক আরফিকার, প্রচার সম্পাদক তরুন সাংবাদিক হাসান মিয়া, স্থানীয় ব্যবসায়ী গোলাম রাব্বানীসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।