বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

শেরপুরের নকলায় ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গনপদ্দী ইউনিয়ন শাখার আমীর ফজলুল হক সুইট-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহর বানী তথা কোরআনের আইন হলো পৃথিবীর শ্রেষ্ঠ আইন। কিন্তু গত ৫৪টি বছর কোরআনের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ সৃষ্টি না হওয়ার কারণে সাধারন মানুষকে তাদের নাগরিক অধিকার থেকে বার বার বঞ্চিত হতে হয়েছে। প্রতিটি মানুষের জীবনের সকল ক্ষেত্রে কোরআনের আইন মেনে চললেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলতে পারে। শান্তির বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে করা হোক আমাদের সবার অঙ্গীকার। আসুন দেশ ও জাতির মঙ্গলার্থে দেশে কোরআনের আইন কায়েম করতে আমরা সবাই হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে সামনে এগিয়ে চলি। তাতেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি মিলবে, ইনশাআল্লাহ। এখন সুযোগ এসেছে, এই সুযোগকে আগামী নির্বাচনে আমাদের সকলকে কাজে লাগাতে হবে।’

গনপদ্দী ইউনিয়ন শাখার সেক্রেটারি আনোয়ার হোসাইন-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার। তিনি বলেন, ‘তাকওয়া অর্জন করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। রাষ্ট্র ও ইসলামের জন্য সবাইকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে আদর্শিক ইনসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’ এরজন্য মুসলিম উম্মাহর পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণের উর্ধ্বে এসে সকল তরুণকে অগ্রণি ভ‚মিকা পালন করার আহবান জানান তিনি।

এসময় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, নকলা পৌরসভার আমির শাহ্ আলম শাহজাহান, পাটাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিক আলম, নকলা ইউনিয়নের সভাপতি মাওলানা হুমায়ূন আহমেদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক জায়গায় এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102