শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঠাকাটা ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান মঙ্গলবার বিকালে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পাঠাকাটা ইউনিয়ন শাখার আমীর আকিত আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার।
প্রধান অতিথি তাঁর বক্তেব্যে বলেন, ‘ঈমানী চেতনা, শাহাদাতের তামান্না, নীতি আদর্শ, অধম্য সাহস আর গুণগত মান ঠিক থাকলে সংখ্যা যাই হোক না কেন যেকোন অসম যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। ইসলামের বিজয় কখনো শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করেনি। বদর যুদ্ধ এর উজ্জল প্রমাণ। বদরের চেতনায় উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
এছাড়া আরো বক্তব্য রাখেন, পাঠাকাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান, নীল কুঠির পাড় জামে মসজিদের ইমাম মাওলানা মুতাসিম বিল্লাহ ও পাঠাকাটা চেয়ারম্যান বাড়ী জামে মসজিদের ইমাম আবু জাফর মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা ও পাঠাকাটা ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাঠাকাটা চেয়ারম্যান সবশেষে বাড়ী জামে মসজিদের ইমাম আবু জাফর মোহাম্মদ জামাল উদ্দিন। সবশেষে উপস্থিত সকল রোজাদার এক জায়গায় এক সাড়িতে বসে ইফতার গ্রহন করেন।