শেরপুরের নকলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির তথা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে নকলা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজ রহমান। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং দারসে কুরআন পেশ করেন পৌর জামায়তের আমির শাহ আলম শাহজাহান।
এতে ‘সাংগঠনিক গণভিত্তি রচনার উপায়’ শীর্ষক আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম এবং রিপোর্টিং, সাংগঠনিক পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ রহমান।
এসময় ‘আতœগঠন, কর্মী গঠন ও মান উন্নয়নে দায়িত্বশীলের ভুমিকা’ বিষয়ক আলোচনা পেশ করার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপ্রটে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও দ্বীনি যোগ্যতা অর্জনের পাশাপাশি দাওয়াতী চরিত্র নিয়ে প্রতিটি মানুষের কর্ণ কুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানানো হয়। বক্তারা বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির নিকট ইসলাম ছাড়া আর অন্য কোনো আদর্শ নেই’।
দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ফিরোজ, অর্থ সম্পাদক মাওলানা আনসার আলী পেশাজীবী সংগঠনের সভাপতি মোহাম্মদ হযরত আলী, শ্রমিকনেতা নবী হুসাইন, শিবির সভাপতি নূর হোসাইনসহ পৌরসভা ও সকল ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহন করেন।