বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি”
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মুহাম্মদ গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বছর মেয়াদী কমিটির জন্য মুহাম্মদ ফজলে আজীম পারভেজ-কে সভাপতি এবং ডা. শফিকুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সামছুল আলম সৌদাগর ও মাহমুদুল হাসান শাহীন, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল আলম, কোষাধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, দফতর সম্পাদক হাসানুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রউফ।

এ উপলক্ষে সকাল ১০ টার সময় শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফজলে আজীম পারভেজ-এঁর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম-এঁর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক জামালী, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান, শেরপুর জেলা কমিটির উপদেষ্টা মুহাম্মদ হাফিজুর রহমান ও ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘দেশের অর্থনীতিকে অধিকতর গতিশীল করতে সকল সেক্টরে নিজ নিজ জায়গা থেকে উদ্যোক্তা হতে হবে। আঞ্চলিক ছোট ছোট শিল্পের ব্যাপক বিস্তার ঘটাতে হবে। মুসলিম জাতি হিসেবে আমাদের সকল ব্যবসা মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে। রাসুল (সা.)-এঁর সুন্নাত অনুযায়ী গ্রাহকের প্রাপ্য হক বুঝিয়ে দিতে হবে।’ তিনি বিক্রিত মাল ফেরত নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানানোর পাশাপাশি নতুন অর্থবছরে জেলার ব্যবসায়ীগনের কাছে ইসলামী ব্যবসায়ী নীতি উপস্থাপনের আহবান জানান।

ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ চলতি অথ্যবছরের শেরপুর জেলা কমিটির জন্য মনোনিত নেতৃবৃন্দের নাম ও পদবী ঘোষণা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য জেলার পূর্ণাঙ্গ কমিটি ও উপজেলা সমূহের কমিটি গঠন নিশ্চিত করার আহবান জানান তিনি।

এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতা-কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102