শেরপুরের নকলায় জেলা সদরের এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ও আয়োজনে মিলনমেলাকে সাফল্য মন্ডিত করতে নকলায় শেরপুর জেলা ও নকলা উপজেলার বন্ধুদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে নকলা-চন্দ্রকোনা সড়কের শিহাব ভ্যারাইটি ষ্টোরে এই সভা অনুষ্ঠিত হয়। এসএসসি-১৯৯৫ ব্যাচ শেরপুরের বন্ধু মো. হায়দার মাহমুদ শান্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শেরপুরের বন্ধু এ্যাডভোকেট রূপম সিংহ রায়, মো. লালন মোল্লা ও সৈয়দ রাজিব হাসান এবং নকলার বন্ধু মো. মোশাররফ হোসেন, এস.এম সাখাওয়াত হোসেন তুহিন, সুরঞ্জিত কুমার বণিক, মো. মোশারফ হোসাইন, মুহাম্মদ রুকনুজ্জামান লিটন, মো. শিহাব উদ্দিন, মুহাম্মদ মাহবুবুর রহমান, মুহাম্মদ আব্দুল লতিফ খোকন ও জিয়াউল আলম জিয়া প্রমুখ। এসময় শেরপুর জেলা ও নকলা উপজেলার এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।
আগামী ৩১ জানুয়ারি রোজ শুক্রবার শেরপুর শহরের অদূরে মধ্য নওহাটা এলাকাস্থ অর্কিড পর্যটন কেন্দ্র এন্ড রির্সোট সেন্টারে শেরপুর জেলার এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এই মিলনমেলাকে সুষ্ঠুভাবে সফল ও সার্থক করতে জেলার প্রতিটি উপজেলায় বন্ধুদের নিয়ে মতবিনিময় সভার আদলে প্রস্তুতি সভা অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে নকলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দেয়া তথ্য মতে, আগামী ২০ জানুয়ারি রোজ সোমবার রাত ১০টার মধ্যে আগ্রহী বন্ধুদের রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে। রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করা হয়েছে প্রতি বন্ধুর জন্য ১,৩০০ টাকা। তবে এই মিলন মেলাকে আরো আকর্ষনীয় করতে বন্ধুরা চাইলে তাদের স্ত্রী বা স্বামী ও সন্তানদের সাথে নিতে পারবেন। এর জন্য স্ত্রী বা স্বামীর জন্য বাড়তি ৭০০ টাকা এবং প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা হারে ফি দিয়ে তাদের জন্যও নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। কারন শেরপুরের বন্ধুদের মিলন মেলাকে সার্থক ও সাফল্য মন্ডিত করতে এবং সারা দেশের মধ্যে মডেল হিসেবে মিলনমেলার পরিচিতি পেতে যা যা করা দরকার, তার সবকিছুই আদায়কৃত রেজিষ্ট্রেশন ফি দিয়ে সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।