শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

শেরপুরের নকলায় গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) ও ‘আলোর কাফেলা’র নামের সংগঠনের আয়োজনে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ‘আলোর কাফেলা’র আয়োজনে এবং কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’র উদ্যোগে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন বাদশা, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর সদস্য হালুঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. ইসহাক আলী, শেরপুর জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, ব্যবসায়ী বেলায়েত হোসেন বাবুল, সমাজসেবক জয়নাল আবেদীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান, আলোর কাফেলার সভাপতি হাফেজ আল-আমিন সায়ফী, সাধারণ সম্পাদক বাবুল শেখ, শহর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আলীসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এদিন বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের নলবাড়ী বাজারে ‘আলোর কাফেলা’র আয়োজনে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

‘আলোর কাফেলা’র উপদেষ্টা সাইদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এর সদস্য হালুঘাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. ইসহাক আলী।

হাফেজ আশ্রাফুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. খোকন মিয়া, তরুণ সমাজ সেবক মো. আতিকুর রহমান সুমন, সংগঠনটির কোষাধ্যক্ষ মাওলানা আল মাহমুদসহ অনেকে।

এসময় সম্মানিত সদস্য হিসেবে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম ও মো. দিদারুল ইসলাম দৌলতসহ বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, আলোর কাফেলার সভাপতি হাফেজ আল-আমিন সায়ফী ও সাধারণ সম্পাদক বাবুল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শতাধিক শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102