শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর শেরপুর জেলার সহকারি পরিচালক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলার সাধারন সম্পাদক হাকিম বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান,  কৃষি বিপনন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
বক্তারা বলেন, সিন্ডিকেট ব্যবসার কারনে প্রতিনিয়ত শেরপুর জেলায় নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত সয়াবিনের থেকে খোলা সয়াবিনের দাম বেশি। মাছ, ডিম, আলু, বেগুনসহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। কোন কৃষক কমদামে কৃষি পণ্য বিক্রি করলে সিন্ডিকেট ব্যবসায়ীরা তাকে হুমকি দিয়ে তার সব কৃষি পণ্য কিনে নিয়ে বেশি দামে বিক্রি করছে। শাকের আটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। এভাবে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বৃদ্ধি কষ্টে রয়েছে সাধারন মানুষ। তাই আসন্ন রমযানে যেন সব কিছুর দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিৎ।
সভায় শাহী ভান্ডারের মাসুদুর রহমান, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লাল চাঁন ফকির, ফল ব্যবসায়ী আব্দুল হালিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আয়োজনে ছিল জেলা প্রশাসন শেরপুর এবং যৌথ সহযোগীতায় ছিল কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102