বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পহেলা ডিসেম্বর (রবিবার) রাজধানী ঢাকার মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের অষ্টম তলায় ফিতা কেটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন। এর আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন-এঁর সভাপতিত্বে এবং মহাসচিব মো. কামরুল ইসলাম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেনিথ লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস.এম নুরুজ্জামান এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল মজিদ ও মো. শিকদার টিটো, সহকারি মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ ও হাসান সরদার জুয়েল, আইন সচিব মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব ও সাংগঠনিক সচিব মো. রাসেল সরকার প্রমুখ।

প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক পেশকৃত ২১ দফা দাবি গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আপনারা সমাপ্ত করবেন। তাতে তাঁর আত্মা শান্তি পাবে। এর জন্য সংগঠনটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন তিনি।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব মো. আবেদ আলী, তথ্য প্রযুক্তি সচিব মো. বাপ্পি আহমেদ শ্রাবণসহ অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আহম্মেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা জেলার সভাপতি মো. মহসিন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, শুভাকাঙ্খি ও সুশীলজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102