শেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এসব অনুষ্ঠিত হয়। বক্তারা, সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ক আলোচনা করা হয়।
শেরপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুরের মাদার তেরেসা খ্যাত রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র কেন্দ্রেীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস সাথী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, আরএমও ডা. হুমায়ুন আহমেদ নুর ও মেডিকেল অফিসার ডা. তাশরিফা বিনতে ফারুক তুহিন ও ডা. তামান্না তানজিন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু ও অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন।