বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন পূর্বক সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ অক্টোবর) মহাঅষ্টমীর রাত ৮টার সময় নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপ, রাত সোয়া ৯টার সময় উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী শীলবাড়ী দুর্গা পূজা মন্ডপ, রাত সোয়া ১০টার সময় পৌরসভাধীন বাদাগৈড় শ্রী শ্রী রক্ষা কালি মাতা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট মন্দিরের পূজা মন্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সদস্য তারেক আহসান, শীমানুর রহমান সুখন, রাইসুল ইসলাম রিফাত ও তরুণ সাংবাদিক লিমন আহমেদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগন, মন্ডপের নিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য, সংশ্লিষ্ট পূজা মন্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ ও পুরোহিতগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নকলা উপজেলায় এবার ১৭টি মন্ডপের মাধ্যমে দুর্গা পূজা উদযাপন করা হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপ ও মন্ডপের আশপাশের এলাকা আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে। মন্ডপ গুলোর মধ্যে নকলা পৌরসভা এলাকায় ৩টি, ১নং গনপদ্দী ইউনিয়নে ৩টি, ২নং নকলা ইউনিয়নে ১টি, ৩নং উরফা ইউনিয়নে ২টি, ৫নং বানেশ্বরদী ইউনিয়নে ১টি, ৬নং পাঠাকাটা ইউনিয়নে ৩টি, ৭নং টালকী ইউনিয়নে ১টি , ৮নং চরঅষ্টধর ইউনিয়নে ১টি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ২টি মন্ডপে দুর্গা পূজা ও দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।

৯ অক্টোবর বুধবার ষষ্ঠী তিথি ঘ ৮/১০/১৪ পর্যন্ত দুর্গা শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশাস্তা। সায়ং কালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে দূর্গা পূজা ও দুর্গোৎসব শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার মহানবমী বিহিত অধিক পূজা প্রশস্ত এবং দিবা ঘ৮/২৬/৩৫ গতে (১৩ অক্টোবর) রবিবার পূর্বাহ্ন মধ্যে দেবীর দশমী বিহিত পূজা প্রশস্ত ও বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে দুর্গা পূজা সংশ্লিষ্ট পঞ্জিকা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102