বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ, সা.সম্পাদক ফরিদ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ (সম্পাদক মন্ডলী) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন পূর্বক সবার নাম পদবী ঘোষনা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আবুল বাশার পলাশ-কে সভাপতি ও এম.এ ফরিদ-কে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মনোনিত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি হাজী মনজুরুল আহসান ও খন্দকার জাহিদুল ইসলাম মারুফ; সহ-সভাপতি মো. রুহুল আমিন দেওয়ান, শারমিন সুলতানা মিতু, মো. সফুর উদ্দিন ও মো. জহিরুল হক; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল আলী, মো. সরোয়ার আলম ও আজহারুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মো. জুবাইল হোসেন, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাশিদ আহমেদ তুষার, দপ্তর সম্পাদক এম.এম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নেছার আহমেদ।

এ উপলক্ষে, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন কল্পে বক্তারা সংগঠনটির ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সকল পদে (১৭ টি) একক প্রার্থী থাকায় সবাইকে কাঙ্খিত পদে বিজয়ী ঘোষণা করে এক বছরের জন্য নতুন এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এরই মধ্যে শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানানো হয়েছে।

 

এদিকে নব-নির্বাচিত কার্যকরী সভাপতি-২ শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের কৃতি সন্তান খন্দকার জাহিদুল ইসলাম মারুফ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির নব-নির্বাচিত সকলকে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তাকে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি পদে মনোনিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার স্বার্থে সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন নব-নির্বাচিত কার্যকরী সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম মারুফ।

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102