শান্তির বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে দেবী দূর্গা। দুর্গোৎসব যেন ইতোমধ্যে শুরু হয়েগেছে। এ উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় ১৫টি মন্ডপের মাধ্যমে দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে।
গত বছর পর্যন্ত উপজেলায় যে ১৯টি মন্ডপের মাধ্যমে দুর্গোৎসব উদযাপন করা হতো; এবছর অজ্ঞাত কারনে সেখান থেকে ৪টি মন্ডপ তৈরী করা হচ্ছেনা। সেগুলো হলো- ১নং ডিজিটাল গনপদ্দী ইউনিয়নের বিহাড়ীরপাড় দুর্গাপূজা মন্ডপ, ৩নং উরফা ইউনিয়নের পিছলাকুড়ি রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা মন্ডপ, ৮নং চরঅষ্টধর ইউনিয়নের চরমধুয়া বর্মনপাড়া দুর্গাপূজা মন্ডপ ও নারায়নখোলা ঘাটপাড় দুর্গাপূজা মন্ডপ।
তবে পাঠাকাটা ইউনিয়নে ‘ঝলক পূজা উদযাপন মন্ডপ’ নামে একটি পূজা মন্ডপ নতুনভাবে তৈরী করা হচ্ছে। ফলে উপজেলায় ৪টি মন্ডপ বন্ধ হলেও একটি নতুন মন্ডপ তৈরি করায়, মোট ৩টি মন্ডপে অজ্ঞাত কারনে পূজা উদযাপন হচ্ছেনা। ফলে এবার ১৫টি মন্ডপের মাধ্যমে দুর্গোৎসব পালনের প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে ৮নং চরঅষ্টধর ইউনিয়নের নারয়নখোলা বাজারে নারয়নখোলা বাজার দূর্গা পূজা মন্ডপ তৈরি করার লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমিত জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর। এটি তৈরির অনুমোদন পেলে নকলায় ২০২৩ সালের চেয়ে এবার ৩টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপন করা হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জানান, শুক্রবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত উপজেলার যেসকল মন্ডপে এবার পূজা উদযাপন করার চ‚ড়ান্ত হয়েছে সেগুলো হলো, নকলা পৌরসভায় ৩টি- নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মাতা মন্দির দুর্গাপূজা মন্ডপ, বাদাগৈড় শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির দুর্গাপূজা মন্ডপ ও দক্ষিণ নকলা বর্মনপাড়া দুর্গাপূজা মন্ডপ। ১নং ডিজিটাল গনপদ্দী ইউনিয়নে ২টি- গনপদ্দী সাহাপাড়া দুর্গাপূজা মন্ডপ ও গনপদ্দী শীলবাড়ী দুর্গাপূজা মন্ডপ; ২নং নকলা ইউনিয়নে ১টি ছত্রকোনা দুর্গাপূজা মন্ডপ, ৩নং উরফা ইউনিয়নে ২টি- পিছলাকুড়ি চন্দন বর্মন মহাশয়ের বাড়ী দুর্গাপূজা মন্ডপ ও বারমাইসা পূর্বপাড়া রাধাগোবিন্দ মন্দির দুর্গাপূজা মন্ডপ। ৫নং বাশ্বেরদী ইউনিয়নে ১টি আড়িয়াকান্দা শ্রী শ্রী হরি মন্দির দুর্গাপূজা মন্ডপ, ৬নং পাটাকাঠা ইউনিয়নে ৩টি- পাঠাকাটা চৌরাস্তা মোড় দুর্গাপূজা মন্ডপ, ঝলক পূজা উদযাপন মন্ডপ ও বারারচর ক্ষত্রিয় পাড়া দুর্গাপূজা মন্ডপ। ৭নং টালকী ইউনিয়নে ১টি টালকী রবিদাস বাড়ী দুর্গাপূজা মন্ডপ, ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ২টি- বন্দেটেকী দেববাড়ী দুর্গাপূজা মন্ডপ ও চরমধুয়া সূত্রধর পাড়া দুর্গাপূজা মন্ডপ।