বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপী জেলার মাথিয়ারা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের বন্যাদূর্গতদের জন্য মাথিয়ারা বসুমিয়া চৌধুরী বাড়ীর আয়োজন মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন দেড় সহস্রাধিক (১,৫০০+) রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সকল ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের রেজিস্টার (নিউরোসার্জারি) ডাঃ মাজেদ সুলতান, রেজিস্টার (নেফ্রলজি) ডাঃ বিপ্লব বড়ুয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ডাঃ শহীদুল্লাহ দিদার, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালের গাইনোকোলজিক্যাল অনকোলজি ডাঃ তাসলিমা নিগার, মুন্সিগঞ্জ সরকারি হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাঃ নৌরিন, ফেনী সদর হাসপাতালের ডাঃ মাসুদ রানাসহ ফেনী সদর হাসপাতালের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ মহতী কাজের উদ্যোক্তা বন্ধুবর আরিফ চৌধুরী ও তার বড় ভাই ইজাজ চৌধুরীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অংশ গ্রহনকারী ঐতিহ্যবাহী নটরডেম কলেজের সাবেক বন্ধু ও তাদের সহধর্মিনী সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, তাদের সার্বিক ব্যবস্থাপনায় ফেনী জেলার বন্যাদূর্গতদের জন্য সামর্থ অনুযায়ী ফ্রি সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102