বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টম্বর) জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়।

কর্মসূচির মধ্যে- উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দেশ-জাতি ও দলের কল্যাণে দোয়া-মিলাদ মাহফিল এবং দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় সিমীত পরিসরে সংক্ষিপ্ত আলোচনা সভা ছিলো উল্লেখযোগ্য।

উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্ত্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, সাইদুল হক লাঞ্জু, ই¯্রাফিল হোসেন, হাফিজুল হাসান, পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এনামুল হক পান্নু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, সদস্য মোবাশ্বের আলী চৌধুরী টুটন, রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে পৌর বিএনপির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চাঁন মিয়া, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক রজব আলী ও ছায়েদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হান্নান, সদস্য শফিউল ইসলাম শফি প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102