বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় এক শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ আগস্ট) মাদ্রাসা মিলনায়তনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি খন্দকার সালেহীন রাসেল বক্তব্য রাখেন।

মাদ্রাসাটির সাবেক সহকারী মৌলভী মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক রেজাউল করিম, দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরত জাহান ও রুমি আক্তার প্রমুখ।

এসময় মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য খন্দকার লাল মিয়া, কব্দুল হোসেন, আব্বাছ আলী, ছাইদুল ইসলাম ও নজরুল ইসলাম, বিএনপি ছাইদুল হক লাঞ্জু ও রাকিব হোসেন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগন, শিক্ষানুরাগী মহল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী, নকলা প্রেসক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102