বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা : আইন ও সিগন্যাল শিখাচ্ছে শেরপুর টিটিসি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৪৮ বার পঠিত

পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগ দেশব্যাপী কর্ম বিরতি পালন করছে। পুলিশের অনুপস্থিতিতে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। এমতাবস্তায় ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে শেরপুরের নকলার রাস্তায় নেমেছেন ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিনে নকলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে শেরপুর-ঢাকা মহাসড়কের বিভিন্ন মোড়ে ও প্রায়ই যানজট বাধে এমন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি লাঠি হাতে ট্রাফিক পুলিশের ভ‚মিকা পালন করেছেন।

বিশেষ করে, নকলা পৌর শহরের উত্তর ও পশ্চিম বাজার মোড়, থানার সামনে ধানহাটা মোড়, নিউমার্কেট মোড়, হাসপাতাল মোড় ও মধ্য বাজারের প্রবেশ পথ (ফলহাটা মোড়) সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভ‚মিকা পালন করেছেন স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভ‚মিকায় রাস্তায় নামার আগে, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও বিভিন্ন সিগন্যাল সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।

চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইন্সট্রাক্টর তমাল সান্যাল, ড্রাইভিং ইন্সট্রাক্টর বাবুল শেখ ও আরিফুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উপস্থিত সবাইকে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও বিভিন্ন সিগন্যাল সম্পর্কে ধারণা প্রদান করেন।

চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার বলেন, নকলার ছাত্রদের ট্রাফিক আইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা দিতে শেরপুর টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নির্দেশক্রমে পরামর্শ মোতাবেক আমাদের টিটিসির ৪ সদস্যের একটি টিমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও বিভিন্ন সিগন্যাল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
ট্রাফিক আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের ফলেই সড়কে ফিরেছে শৃঙ্খলা। শিক্ষার্থীদের এমন কাজকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন পরিবহনের চালকসহ সর্বসাধারণ।

এবষিয়ে শেরপুর টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান বলেন, সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সব পেশা শ্রেণীর মানুষকে মুগ্ধ করেছে। দেশ-জাতির মঙ্গলার্থে ও শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে শেরপুর টিটিসি শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে এবং থাকবে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102