বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

নকলায় ভেজাল খাদ্য তৈরীর কারখানার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

শেরপুরের নকলায় ভেজাল খাদ্য তৈরীর এক কারখানার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামে জীবন ড্রিংকস নামীয় প্রতিষ্ঠানে এ আদালত পরিচালনা করা হয়।

ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য দ্রব্য তৈরি করাসহ ক্ষতিকর রং মিশ্রিত কোমল পানীয় তৈরি করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন অননুমোদিত কারখানার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জীবন ড্রিংকস নামীয় প্রতিষ্ঠান সিএম লাইসেন্স ছাড়াই ক্ষতিকর রং ও বিভিন্ন ফ্লেভার দিয়ে ড্রিংকস পণ্য উৎপাদনপূর্বক বাজারজাত করায় এবং শিশু খাদ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থ দন্ড প্রদান করেন। এছাড়া ভেজাল শিশু খাদ্য ও কোমল পানীয় তৈরির যন্ত্রপাতি এবং বিক্রির জন্য প্রস্তুত করা বেশ কিছু ভেজাল খাদ্য ও কোমল পানীয় জব্দপূর্বক ধ্বংস করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) সিকান্দার মাহমুদসহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102