বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঐতিহাসিক ভোট পেয়ে নকলা উপজেলা পরিষদের নতুন মহিলা ভাইস চেয়ারম্যান হলেন লাকী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা পরিষদের নতুন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা পরিষদের নির্বাচনী ফল ঘোষণা কেন্দ্র থেকে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন মাইকে ফলাফল ঘোষণা করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে গত দুই বারের পরাজিত লাকী আক্তার, প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সদ্যসাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা ইয়াসমিন, হাঁস প্রতীকে ৮ হাজার ১৩৪ ভোট পেয়েছেন।

এ পদে অন্যান্যদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কহিনুর বেগম, কলস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৯৩ ও ৪নং গৌড়দ্বার ইউপির চেয়ারম্যানের স্ত্রী আলেয়া পারভিন, ফুটবল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৪৪ ভোট।

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল দিকে ভোটারের উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। দিন শেষে মোট ভোটারের শতকরা ৪৫.৯৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে নির্বাচনকে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল। এ ছাড়াও প্রতিটা ইউনিয়নে নিয়োজিত ছিলেন একজন করে ম্যাজিস্ট্রেট। তবে জালভোট দেওয়ার চেষ্টা করায় এক তরুণকে ৩ দিনের জেল, একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও এক তরুণকে কয়েক ঘন্টার জন্য আটকের ঘটনা ঘটে।

বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার নকলা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় সকল নির্বাচনের তুলনায় নকলা উপজেলাবাসী আমাকে ঐতিহাসিক হারে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এর আগে আমার মতো ৬১ হাজারের বেশি ভোট পেয়ে কেউ নির্বাচিত হয়নি। তিনি বলেন, ‘এর আগে আমি আরো দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। তখনো উপজেলাবাসী ভোট দিয়েছিলেন। ভাগ্যের কারনে জয় লাভ করতে পারিনাই। তবে আল্লাহ যা করেন, তা ভালোর জন্যই করেন। তখন বিজয়ী হলে হয়তোবা এবছরের মতো ঐতিহাসিক ভোটে জয়ী হতাম না। হয়তোবা আমার আগের দুইবারের পরাজয়, আজ ভোট প্রাপ্তির বিবেচনায় আমাকে ইতিহাস গড়তে সহায়ক হলো। এরজন্য আমি উপজেলাবাসীর কাছে চিরঋণী হয়ে গেলাম। এই ঋণ সেবার মাধ্যমে কিছুটা হলেও পরিশোধ করতে সদা তৎপর থাকব ইনশাআল্লাহ। এর জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102