বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় কৃষকের সাথে মতবিনিময় বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

শেরপুরের নকলায় ক্লাস্টারভিত্তিক আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ’র নিজস্ব ব্যবস্থাপনায় কৃষক-কৃষাণীর মাঝে বিনামূলে আউশ ধানের বীজ বিতরণ এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার কৃষক উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মন্নাফ খানের বাড়ির আঙ্গিনায় শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. সুকল্প দাস-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ বক্তব্য রাখেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন- শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো. শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় কৃষক মন্নাফ খান প্রমুখ।

এসময় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিনসহ নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও শফিউল আলম লাভলু ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এদিন উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূলে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। এর আগে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে বিনামূলে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102