বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

সহযোগিতা পেয়ে নয়, প্রয়াত বাবার বন্ধুদের পাশে পেয়ে ভরসা পেলো মেয়ে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

১৯৯৫ সালের এস.এস.সি ব্যাচের শেরপুরের বন্ধু দীপু সিং দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে চলতি মাসের ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হৃদরোগে আক্রান্ত হয়ে ইহকালের মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে সে স্ত্রী ও একমাত্র মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কিন্তু দীর্ঘদিন দীপু সিং’র চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারের লোকজন একপ্রকার অসহায় ও হতাশ হয়ে পড়েন।

এমতাবস্থায় এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা সহযোগিতার মনোভাবে সদ্যপ্রয়াত বন্ধু দীপুর পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন এবং তা বাস্তবায়নে বন্ধুরা স্বেচ্ছায় অংশ গ্রহন করেন। এক সংক্ষিপ্ত নোটিশে কয়েক দিনের মধ্যেই প্রয়াত বন্ধুর পরিবারের জন্য তৈরি করা সহায়তা তহবিলে অর্ধলক্ষাধিক (৫২ হাজার) নগদ টাকা জমা করেন এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধুরা।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধুরা শেরপুর জেলা শহরের সিংপাড়া মহল্লার সদ্যপ্রয়াত বন্ধু দীপুর স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নিতে গিয়ে ওই ৫২ হাজার টাকা তাদের হাতে তুলেদেন।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন তাঁর পরিবারিক ফাউন্ডেশন থেকে সদ্যপ্রয়াত দীপু সিং’র মেয়ের লেখা-পড়া চালিয়ে নিতে শিক্ষা বৃত্তি ও অনুদান এবং দ্রুত সময়ের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে পৌরসভা থেকে ভাতা ও অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া মোহাম্মদ লিটন, এস.এস.সি-১৯৯৫ ব্যাচের বন্ধু এ্যাডভোকেট বন্ধু রূপম সিংহ রায়, বন্ধু মো. লালন মোল্লাহ, ডা. মিজানুর রহমান, হায়দার মাহমুদ শান্ত, ডা. মাজহারুল ইসলাম, মিলন সাহা, এনামুল হক, বিপলু, জুলফিকার লায়ন, জাকির হোসেন হীরা ও শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাপ্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।

যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পূর্বক ধন্যবাদ জানিয়ে এস.এস.সি-১৯৯৫ ব্যাচের শেরপুরের বন্ধু মো. লালন মোল্লাহ জানান, যেকোন কারনে যে বা যারা প্রয়াত বন্ধুর পরিবারের পাশে সহযোগিতার মনোভাবে দাঁড়ানোর সুযোগ পাননি; তারা চাইলে বন্ধু মিলন সাহার ০১৭১২-০৫২১৫২ এই পার্সোনাল বিকাশ নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন। সহযোগিতার পরিমাণ এস.এস.সি-১৯৯৫ ব্যাচ শেরপুরের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং সহযোগিতা পৌঁছে দেওয়ার দিন, তারিখ ও সময় আগাম জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102