শেরপুরের নকলা উপজেলার ৭নং টালকী ইউনিয়নের পূর্বটালকী এতিমখানা ও মাদ্রাসার কার্যক্রমসহ পারিপার্শিক অবস্থা পরিদর্শন করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি এই ধর্মীয় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ওসি মো. আব্দুল কাদের মিয়ার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুমন আহমেদ ও এস.আই আশরাউল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. ছায়েদুল হক তারা, সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তার তোতা, মাদ্রাসার মোতামিম মাওলানা মোহাম্মদ আজাহারুল ইসালাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল সরকার ও দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম বেঞ্জু, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।