শেরপুরের নকলায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর সভাপতিত্বে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নকলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক মুক্তা, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলেদেন।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেনসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।