চাঁদপুরে প্রতি বছরের ন্যায় এবারো অসহায় দরিদ্র ৯০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা। শুক্রবার (১২ জানুয়ারি) জুমা নামাজের পরে জেলার ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবার প্রধানের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেওয়া হয়।
বিতরনের সময় এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধু এ.আর মানিক, জুয়েল, সাইফুল, সাহাদাত, মো. মানিক, তানভীর, মেহেদী অভি, মোতালেব, আবু সুফিয়ান, সুমন, মামুন মাল ও সোহাগসহ বেশ কয়েকজন বন্ধু, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.আর মানিক, জুয়েল ও সাইফুলসহ অনেকে জানান- শীতে সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো প্রতিটা সামর্থবান মানুষের নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ববোধ থেকেই এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা কয়েক বছর ধরে তাদের সামর্থ অনুযায়ী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করেন তারা।
সাইফুল ইসলাম বলেন ‘দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষই আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই সমাজের ধনাঢ্যসহ সামর্থবান সবাইকে যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়, দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত’। চলতি শীতে অন্তত নিজ নিজ এলাকার শীতার্তদের পাশে সামর্থ অনুযায়ী সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। দেশের প্রতিটা এলাকার সামর্থবান লোকজন যদি নিজের এলাকার শীতার্তদের পাশে দাঁড়ান তাহলে কেউ শীতার্ত বা সুবিধা বঞ্চিত থাকার কথা নয় বলে মনে করছেন এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের সকল বন্ধুরা।