বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে-১ আসনের ৩ কেন্দ্রে ৫ বারের সাংসদ আতিক নৌকা প্রতীকে পেয়েছেন ১ ভোট !

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ৩টি কেন্দ্রে নৌকা প্রতীকে ১টি ভোট পেয়েছেন টানা ৫ বারের এমপি ও দুই দফার সরকার দলীয় হুইপ নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

ঘোষিত ফলাফল সূত্রে, শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও একই ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি ভোটও নৌকায় পড়েনি; তবে ভাগ্যক্রমে একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র একটি ভোট পেয়েছেন এই প্রার্থী।

জানা গেছে, বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছেন। এখানে আতিকের নৌকা প্রতীকে কোন ভোট পড়েনি।

অপর একটি কেন্দ্র বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের মধ্যে ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। বাকি ভোট আতিউর রহমান আতিক ছাড়া অন্যান্য প্রার্থীরা পেয়েছেন। এখানেও নৌকা প্রতীকে একটি ভোটও পড়েনি।

তথ্য মতে, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২ লাখ ৩৪ হাজার ৬৪১ জন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা পাঁচবারের এমপি ও দুই দফার হুইপ নৌকা প্রতীকের আতিউর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। ভোটের ব্যবধান হয়েছে ৪৩ হাজার ১০৩ টি। জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা ৫ বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম ও একাদশ জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি।

উল্লেখ্য, এ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মাহমুদুল হক মনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট। তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী ফারুক হোসেন সোনালি আঁশ প্রতীকে পেয়েছেন ১৯২ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৭২ ভোট। বিএসপি’র মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ একতারা প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত প্রার্থী বাউল শিল্পী বারেক বৈদেশি গামছা প্রতীকে পেয়েছেন ২০৫ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102