হংকংয়ে প্রথম বারেরমত জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশি নারী কর্মীদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করে হংকং এর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। হংকংস্থ প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশী নারী কর্মীদের অনুরোধে ও তাদের সুবিধার্থে দিবসটি দুই ভাগে বিভক্ত করে (২১ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর) তারিখে পালন করা হয়।
২১ ডিসেম্বর কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান-এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিজ ইসরাত আরা।
দিবসটি উপলক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে বৈধপথে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী হংকংস্থ তিনজন প্রবাসী বাংলাদেশীকে রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়। কনসাল জেনারেল মিজ ইসরাত আরা সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারীদের হাতে রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা তুলেদেন।
৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ৫ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত বিশেষ কন্স্যুলার সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন কনসাল জেনারেল মিজ ইসরাত আরা। এদিন কনসাল জেনারেল তাঁর বক্তব্যে প্রবাসীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়ে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর আলোচনায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণে সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করেন তিনি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরে তিনি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে নিবন্ধন করার জন্য হংকংস্থ প্রবাসীদের উৎসাহিত করেন।
এসময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাওয়ার্ড প্রাপ্তরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের কনস্যুলেট কর্তৃক সম্মাননা প্রদান করায় বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ও ধন্যবাদ জানান।
এছাড়া, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রবিবার (৩১ ডিসেম্বর) হংকংয়ে কর্মরত বাংলাদেশি নারী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
অনুষ্ঠানে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসমূহ পাঠ করে উপস্থিতিদের শুনানো হয়। পরে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর নারী কর্মীদের মধ্য হতে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে বৈধ উপায়ে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দশ জনকে কনসাল জেনারেল মিজ ইসরাত আরা “রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা-২০২৩” প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা প্রথম বারেরমত জাতীয় প্রবাসী দিবস পালনের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিন কনসাল জেনারেল মিজ ইসরাত আরা তাঁর বক্তব্যে হংকংয়ে বসবাসরত নারী কর্মীদের কষ্টার্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ধন্যবাদ জানান। তিনি কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি উপস্থিত কয়েকজন কর্মী কর্তৃক তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব বিবেচনার আশ্বাস প্রদান করেন। রেমিট্যান্স প্রেরণের ধারা অব্যাহত রাখা এবং নিজেদের ভবিষ্যৎ কল্যাণার্থে বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ প্রবাস পেনশন স্কিমে রেজিস্ট্রেশনের জন্য আহবান জানান কনসাল জেনারেল।
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন কার হয়। অনুষ্ঠান শেষে কর্মীদের মধ্যে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও প্রবাস স্কিম সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশী নারী কর্মীদের সাপ্তাহিক ছুটির দিন (রবিবার) হওয়ায় শতাধিক কর্মী এবং তাদের সাথে বেশ কয়েকজন নিয়োগ কর্তা উপস্থিত ছিলেন।