শিক্ষাক্রমের নতুন ধারার
প্রশিক্ষণের জন্য,
সমবেত সকল শিক্ষক
ট্রেনিং পেয়ে ধন্য।
শিক্ষা দান ও মূল্যায়নের
নিয়ম নীতি যত,
প্রশিক্ষণ গণ দিয়ে গেলেন
জাদুকরের মত।
বাংলাদেশের শিক্ষক সমাজ
সজাগ হয়ে সবে,
নতুন বছর শিক্ষা দানে
সক্রিয় তাই রবে।
শিক্ষক আমরা দায়িত্ব তাই
যত্নে শিক্ষা দেওয়া,
পাথর সম শিক্ষার্থী কে
আলোর পথে নেওয়া।
প্রশিক্ষণের শেষের দিনে
শপথ সবাই করি,
সকল বাধা দূর করিয়া
সোনার বাংলা গড়ি।