শেরপুরের নকলায় মাধ্যমিক স্তরের বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগনের সপ্তাহ ব্যাপি (১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার পরিদর্শন করেছেন নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ।
প্রাশিক্ষণ কর্মশালার ষষ্ঠদিন তথা শনিবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট শেখ নাজমুল হাছান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। তাঁরা নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন।
এসময় নকলা উপজেলার কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, কোর্স কো-অর্ডিনেটর ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ জীবন ও জীবীকা বিষয়ের প্রশিক্ষক আবুল হাসেম, শহিদুল ইসলাম ও আসাদুজ্জান; বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজিব-উল-আহসান এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ জানান, এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর (সোমবার) এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর (রবিবার পর্যন্ত। এর আগে চলতি বছরের ৬ ও ৭ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) এবং ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি (শুক্রবার, শনিবার ও রবিবার) ৫দিন ব্যাপি শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।