বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় রাজু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

শেরপুরের নকলায় গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙাকে কেন্দ্রকরে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এক ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করাসহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নকলা প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে হলমোড় পর্যন্ত দীর্ঘ হয়। এই মাববন্ধনে বিভিন্ন পেশাশ্রেণির ও বিভিন্ন বয়সের সহস্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাকালে মামলার বাদী নিহত রাজু মিয়ার ভাই রহুল আমিন (৬০) ও নিহতের স্ত্রী অন্তরা খাতুন (৩০), নিহতের প্রতিবেশি বেলায়েত হোসেন, সাজ্জাদ হোসেন, মোস্তফা কামাল, মহিউদ্দিন জুয়েল, শহীদুল ইসলাম, রহুল আমিন ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বাচ্চুসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা রাজু হত্যার ঘটনায় সরাসরি জড়িত স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল, স্থানীয় আবু বাক্কার মুন্সী ও রেজাউলসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করার পশাপাশি সঠিক তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

মানববন্ধনের পরে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন। এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, মামলায় এজাহারনামীয় আসামি আবু বাক্কারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ নিরলস ভাবে কাজ করছে।

এ বিষয়ে ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান, রাজু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নকলা উপজেলার পাইস্কা এলাকার গোরস্থানে মরদেহ দাফন শেষে বাড়ি ফেরার পথে সাজনা গাছের একটি ডাল ভাঙা নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু আহম্মেদসহ অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে ৪ জন গুরুতর আহত হন। গুরুতর আহত রাজু আহম্মেদ চিকিৎসাধীন অবস্থায় ১৫ ডিসেম্বর (শনিবার) মারা যান। এ ঘটনায় রাজুর ভাই রহুল বাদী হয়ে ইউপি সদস্য বাবুল ও গ্রাম পুলিশ রেজাউল এবং একই গ্রামের আবু বাক্কার সিদ্দিক মুন্সীসহ ৭ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবু বাক্কার মুন্সী নামে একজন গ্রেফতার হলেও প্রধান আসামি বাবুল মিয়াসহ অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102