শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় চারটি ক্যাটাগরিতে উপজেলার সফল চার জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
বক্তারা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন। আলোচনা সভার পরে ৪ ক্যাটাগরিতে উপজেলার সফল ৪ জয়িতা নারীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল নারী সমাজ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন ও জয়িতা নির্বাচিত নারীদের নিজ নিজ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা নারী হিসেবে নিলুফা ইয়াসমিন নীলা, সফল জননী হিসেবে মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী নারী সায়মা সিদ্দিকা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাইফুন নাহার-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।