শেরপুর জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ক্যাফেটেরিয়াতে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. নজরুল ইসলাম এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব দিলদার আহমেদ, সাবেক যুগ্ম সচিব ও ট্যারিফ কমিশনের সদস্য এস.এম.এ আর আলবেরুনী। এছাড়া আরো বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি সাংবাদিক শহীদুল ইসলাম, গৌরব ৭১’র সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদকক শাহীন প্রমুখ।
বক্তারা জানান, বাংলাদেশের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী জেলা শেরপুরের প্রথম শক্রমুক্ত হয় ৪ ডিসেম্বর ঝিনাইগাতী অঞ্চল, এর পরে ৬ ডিসেম্বর মুক্ত হয় শ্রীবরদী অঞ্চল। ঠিক এর পরের দিন পাকিস্তানী সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করা হয় শেরপুর ও নালিতাবাড়ী অঞ্চলকে। সর্বশেষ বর্তমান শেরপুর জেলার নকলা অঞ্চল পাকিস্তানি হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের ৯ ডিসেম্বর। এসব অঞ্চলকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত হওয়ার ও মুক্ত করার হৃদয় বিদারক ঘটনাবলী আলোচান করেন তাঁরা।
এসময় শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর নেতৃবৃন্দ, ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির নেতৃবৃন্দ, গৌরব ৭১-এর নেতৃবৃন্দসহ রাজধানী ঢাকায় অবস্থানরত শেরপুরের কৃতিসন্তানগন ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।