বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের “ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়”-এর সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।

এতে জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের শাহিনুর আলমগীর (শাহিন) সহকারী প্রধান শিক্ষক প্রত্যাশি ১২ জন প্রতিযোগীর সাথে পরীক্ষায় অংশ গ্রহন করে সর্বোচ্চ নম্বর পেয়ে নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। শাহিনুর আলমগীর ২০১২ সাল থেকে নকলা উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, লিখিত পরীক্ষার মূল্যায়নের পরে বিকেল থেকে একাডেমীক সনদপত্র প্রদর্শন ও মৌখিক পরীক্ষা গ্রহন শেষে প্রার্থীদের প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সবশেষে সহকারী প্রধান শিক্ষক (শূণ্যপদ) চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন নিয়োগ বোর্ড।

এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ডের অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একজন ডিজি প্রতিনিধি ও একজন শিক্ষানুরাগী সদস্য উপস্থিত ছিলেন।

নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত শাহিনসহ অনেকে বলেন, দেশের প্রতিটি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া যদি “ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়”-এর মতো শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হতো, তাহলে কোনপ্রকার তদবির ছাড়াই অপেক্ষাকৃত অধিক যোগ্যতা সম্পন্নরা নিয়োগ পেতেন। ফলে শিক্ষকতা পেশায় মেধাবীরা মনোনিবেশন করতেন। তাতে পাঠদান ও গ্রহনে আনন্দগন পরিবেশ সৃষ্টি হতো বলে মনে করেন শিক্ষিত সমাজের সুশীলজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102