শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের “ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়”-এর সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এতে জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের শাহিনুর আলমগীর (শাহিন) সহকারী প্রধান শিক্ষক প্রত্যাশি ১২ জন প্রতিযোগীর সাথে পরীক্ষায় অংশ গ্রহন করে সর্বোচ্চ নম্বর পেয়ে নিয়োগ বোর্ডের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। শাহিনুর আলমগীর ২০১২ সাল থেকে নকলা উপজেলার নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, লিখিত পরীক্ষার মূল্যায়নের পরে বিকেল থেকে একাডেমীক সনদপত্র প্রদর্শন ও মৌখিক পরীক্ষা গ্রহন শেষে প্রার্থীদের প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সবশেষে সহকারী প্রধান শিক্ষক (শূণ্যপদ) চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন নিয়োগ বোর্ড।
এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ডের অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একজন ডিজি প্রতিনিধি ও একজন শিক্ষানুরাগী সদস্য উপস্থিত ছিলেন।
নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত শাহিনসহ অনেকে বলেন, দেশের প্রতিটি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া যদি “ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়”-এর মতো শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে হতো, তাহলে কোনপ্রকার তদবির ছাড়াই অপেক্ষাকৃত অধিক যোগ্যতা সম্পন্নরা নিয়োগ পেতেন। ফলে শিক্ষকতা পেশায় মেধাবীরা মনোনিবেশন করতেন। তাতে পাঠদান ও গ্রহনে আনন্দগন পরিবেশ সৃষ্টি হতো বলে মনে করেন শিক্ষিত সমাজের সুশীলজন।