সংসদীয় আসন ১৪৪, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর দলীয় মনোনিত প্রার্থী সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া’র পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ১১ সদস্য কমটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের অফিস কক্ষে জাসদ নেতা মোস্তফা মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জাসদের নির্বাচন পরিচালনার জন্য আবুল হোসেন আবু মোহাম্মদকে উপদেষ্ঠা হিসেবে মনোনিত করা হয়।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সাধারণ সম্পাদক মো. আমির হোসেনকে আহবায়ক ও জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুন্সীকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- শহর জাসদ সভাপতি আব্দুল করিম, জাসদের অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা মিয়া, জাসদ নেতা মামুন হোসেন, জাতীয় শ্রমিক জোট নেতা জাহাঙ্গীর আলম, যুব জাতীয় জোট নেতা মুর্শিদ আলী, জাসদ নেতা নাহিদ হোসেন, আজিজুল হক, আবুল হোসেন ও আবু আহমেদ।
এই নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদানসহ নকলা ও নালিতাবাড়ী উপজেলার তথা শেরপুর-২ আসনের নির্বাচনী যাবতীয় কর্মকান্ড সম্পাদন করবেন বা নেতাকর্মীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।