শেরপুরের নকলায় লাইসেন্স বিহীন পশুখাদ্য বিক্রির অভিযোগে ৬ দোকান মালিককে ভ্রাম্যমান আদালতের সাধ্যমে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ আদালতের নির্বাহী বিচারক হিসেবে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকা সত্ত্বেও নকলা শহরের বেশ কয়েকটি দোকানে পশুখাদ্য বিক্রি করা হচ্ছে, গোপন এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শহরের বিভিন্ন রোডের পশুখাদ্য বিক্রির দোকানে এ আদালত পরিচালনা করে ৬ দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসাহাক আলীসহ থানার পুলিশ সদস্য ও উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।