বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

শেরপুর জেলার নকলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জনসচেতনতা মূলক এক সভায় এই তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ইঁদুর নিধন অভিযান বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী জানান, ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপি জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ চলে। এর অংশ হিসেবে নকলা উপজেলাতেও এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু কৃষকের মাঝে প্রণোদনা বিতরণসহ বিভিন্ন কারনে যথাসময়ে জনসচেতনতা মূলক এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। তাই সোমবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে যেহেতু উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকসহ নানান পেশাশ্রেণীর জনগনের সমাগম হওয়ার সুযোগে এই সচেতনতা মূলক সভাটি করা হয়। তিনি আরো জানান, ইঁদুর নিধন অভিযান মূলত সারা বছর ব্যাপি কার্যক্রম। তবে জাতীয় ভাবে এক মাস জাতীয় ইঁদুর নিধন অভিযানের সময় নির্ধারন করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গত মাসে নকলা থানায় মোট ২০টি মামলা হয়েছে। এরমধ্যে ১৪টি নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট, ২টি মাদক সংশ্লিষ্ট, একটি ইঁদুর মারার বিষ প্রয়োগে মুরগী মারা যাওয়া সংশ্লিষ্ট ও ৩টি অন্যান্য বিষয়ে। এমতাবস্থায় ইঁদুর নিধনে বিষ প্রয়োগের ক্ষেত্রে কৃষকদের অধিক সতর্কতার আহবান জানান তিনি।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102