বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সংক্ষিপ্ত সফরে তাঁর নির্বাচনী এলাকায় আসবেন ১১ নভেম্বর

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি এক দিনের সফরে তাঁর নির্বাচনী এলাকায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) শনিবার সন্ধ্যায় আসবেন।

উপনেতার সফর সূচি অনুযায়ী জানা গেছে, তিনি শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টার সময় রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে গাজীপুর, ময়মনসিংহ হয়ে নকলার উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৭টার সময় নকলায় পৌঁছবেন এবং নকলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. মুনসুর আলীর নকলা পৌরসভাধীন জালালাপুর এলাকাস্থ বাসায় রাত্রিযাপন করবেন।

পরেরদিন রোববার (১২ নভেম্বর) সকাল থেকে তাঁর নির্বাচনী এলাকা নালিতাবাড়ী ও নকলা উপজেলার সকল মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সমমান দাখিল মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ষোল জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং তালিকাভূক্ত কবরস্থান সমূহের মাটি ভরাটের জন্য ও শ্বশানের জন্য ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করবেন।

রোববার ৯টার সময় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি, মরিচপুরান, রূপনারায়নকুড়া, রামচন্দ্রকুড়া ও নালিতাবাড়ী ইউনিয়ন সমূহের জন্য কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে। ১১টার সময় উপজেলার যোগানিয়া, কলসপাড়, রাজনগর, নন্নী, পোড়াগাঁও, নয়াবিল, বাঘবেড় ইউনিয়ন ও পৌর এলাকার জন্য মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থান ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করবেন তিনি।

এরপরে দুপুর ২টার সময় নকলা উপজেলার পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়ন সমূহের জন্য চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং ৩টার সময় উপজেলার গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়ন ও পৌর এলাকার জন্য মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থা ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি নকলা উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করবেন জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি।

এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কবরস্থা ও শ্বশান পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা এবং কবরস্থা ও শ্বশানের জন্য আর্থিক অনুদান প্রদানের শেষে রবিবার বিকেল সাড়ে ৫টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত সাড়ে ৯টার সময় নিজ বাসভবনে পৌঁছার তথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102