বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মারপিটের ঘটনায় নকলা প্রেসক্লাবের নিন্দা বিচার দাবী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

পেশাগত দায়িত্ব পালনকালে তথা সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর বর্বর হামলা ও মারপিটের ঘটনায় শেরপুরের নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবী জানানো হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর আহবানে ভার্চুয়ালী এক আলোচনা সভায় এই নিন্দা জ্ঞাপন ও অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবী জানানো হয়।

গত ২৮ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের চিহৃত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন- সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সদস্য শীমানুর রহমান সুখন ও রেজউল হাসান সাফিত প্রমুখ।

সভাপতি মো. মোশারফ হোসাইন বলেন ‘খবর সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের মতো ন্যাক্কার জনক ঘটনায় পুরো দেশের সাংবাদিক সমাজ আজ শঙ্কিত। এর প্রতিবাদে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্ষোভ ও নিন্দা প্রস্তাবসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি’।

সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু বলেন ‘স্বাধীন বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় এর্পন্ত দুটি বিচার হয়েছে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণেই বারবার সাংবাদিকদের ওপর হামলার মামলার মতো ন্যাক্কার জনক ঘটনা অহরহ ঘটছে। তাই সাংবাদিকের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের স্থায়ী বিচারিক সমাধান চাই’।

সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন বলেন ‘পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন ভাবে বাঁধাগ্রস্ত করা হয়। আজ ঢাকায় ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি’।

দপ্তর সম্পাদক সেলিম রেজা বলেন ‘২৮ অক্টোবর ২০২৩ বিএনপি মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় ১৭ জন সাংবাদিকদ আহত হয়েছেন। আমি এই ঘচনার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব করছি। সেই সাথে এমন কর্মকান্ড যাতে পুনরাবৃত্তি না ঘটে, সাংবাদিকরা হামলা মামলার স্বীকার না হন। তাই দেশের সকল সাংবাদিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি’।

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ বলেন ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং হামলা করে ১৭ জন সাংবাদিককে আহত করার ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সঠিক তদন্তের মাধ্যেমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই’।

সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালন বলেন ‘সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে যাবেন, খবর সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করবেন এটাই স্বাভাবিক। এই দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমনের যে ঘটনা ঘটেছে, তা খুবই উদ্বেগের। আমি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ বলেন ‘২৮ অক্টোবর বিএনপি’র সমাবেশে সাংবাদিকদের উপর বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। তাছাড়া অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি চাই বাংলাদেশের সকল সাংবাদিকদের স্বাধীন পেশার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক’।

সদস্য শীমানুর রহমান সুখন বলেন ‘আমরা দেখেছি বিভিন্ন সময়ে সাংবাদিক সহকর্মী ভাইদের উপর ন্যাক্কার জনক হামলা ও নির্যাতন করা হয়ে আসছে। গত ২৮ অক্টোবরে পেশাগত দায়িত্ব পলনকালে যারা হামলা করেছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনতে জোর দাবী জানাচ্ছি’।

সদস্য রেজাউল হাসান সিফাত বলেন ‘স্বাধীন সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আর এই স্বাধীন রাষ্ট্রে যারা সংবাদ মাধ্যমে কাজ করে তাদের উপরই ২৮ অক্টোবর ২০২৩ তারিখে অত্যাচার, নির্যাতন এমনকি তাদের হত্যাও করা হয়! এমন ন্যাক্কার জনক ঘটনায় স্বাধীন দেশের সাংবাদিকগণ আজ হতাশাগ্রস্থ ও আতংকিত । আমরা এ সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি’।

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১৭ জনের বেশি সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। এমন ন্যাক্কারজনক আচরণ কারো জন্য কাম্য নয়। তারা সকলেই জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে পরবর্তীতে সারা দেশের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় রেখে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102